রংপুর জেলা রেজিষ্ট্রার অফিসটি কাচারী বাজার সংলগ্ন অবস্থিত। উক্ত অফিসটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন নিবন্ধন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন একটি সেবামূলক প্রতিষ্ঠান। রংপুর জেলা রেজিষ্ট্রার অফিসের অধীনস্থ সকল সাব-রেজিষ্ট্রী অফিস সমূহে মূলত সমগ্র জেলার ভূমি হস্তান্তর সংক্রান্ত দলিল রেজিষ্ট্রী, রেজিষ্ট্রীকৃত দলিলের জাবেদা নকল সরবরাহ, তল্লাশ পরিদর্শন এবং নিকাহ্ রেজিষ্ট্রার দ্বারা বিবাহ ও তালাক রেজিষ্ট্রী ইত্যাদি কার্যক্রম পরিচালিত হইয়া থাকে। এছাড়াও অত্রাফিসের রেকর্ডপত্র সংরক্ষণের জন্য একটি সুবিশাল রেকর্ডরূম রহিয়াছে। উক্ত রেকডরুমে বৃহত্তম রংপুর জেলা সহ রংপুর বিভাগের অন্যান্য জেলার পুরাতন রেকর্ডপত্র সংরক্ষিত রহিয়াছে। এই ভবনটি ব্যতীত এর পার্শ্বে অত্রাফিসের আরো একটি পুরাতন ভবন রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস